দ্বিতীয় সেশনেও অপ্রতিরোধ্য ম্যাথুজ
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিলেন নাঈম হাসান। বিরতির পর সেই স্বস্তি আরেকটু বাড়িয়ে দিলেন আরেক স্পিনার সাকিব আল হাসান। দ্বিতীয় সেশনের শুরুতেই জোড়া আঘাত হানলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এই ধাক্কা সামলে দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দ্বিতীয় সেশনেও তাঁর প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ।
এক ওভারেই শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। প্রথমে ফিরিয়েছেন রামিশ মেন্ডিসকে। এরপর আউট করেছেন লাসিথ এম্বুলদেনিয়াকে। তবে উইকেটে থেকে এখনো লড়াই করে যাচ্ছেন ম্যাথুজ।
গতকাল সোমবার টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কাকে পথ দেখিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আজ সোমবার টেস্টের দ্বিতীয় দিনও সাগরিকায় চলছে তাঁর আধিপত্য। অথচ আজ দিনের চতুর্থ ওভারেই ম্যাথুজকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের ভুলে সেই সুযোগ হারিয়ে হতাশায় পুড়তে হলো মুমিনুলদের।
প্রথম সেশনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তরুণ স্পিনার নাঈম হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। ৬৬ রানে তাঁর প্রতিরোধ ভেঙেছেন নাঈম। এরপর ব্যাট করতে নামা নিরোসান ডিকভেলাকেও আউট করলেন নাঈম। হতাশার সেশনের শেষ দিকে এসে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বড় স্বস্তিই দিলেন তরুণ এই স্পিনার।
তবে দিনের চতুর্থ ওভারে ম্যাথুজকে ফেরাতে পারলে বড় সাফল্য পেতে পারত বাংলাদেশ। ওই উইকেটই বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে। ওই ওভারে খালেদ আহমেদের বলে খোঁচা মারেন ম্যাথুজ। ওই বল ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় কিপারের হাতে। কিন্তু কিপার লিটন দাস বুঝতেই পারেননি বল যে ব্যাট ছুঁয়ে এসেছিল। তাই রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট ছুঁয়েই বল গিয়েছিল লিটনের হাতে। ১১৯ রানে জীবন পেয়ে যান ম্যাথুজ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে আছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে প্রথম দিনই স্কোরবোর্ডে আড়াইশর বেশি রান তুলেছে তারা। আজ সোমবার দ্বিতীয় দিন সেটা আরো বাড়ানোর আগে যেভাবেই হোক দ্রুত থামাতে হবে সফরকারীদের। সেই লক্ষ্যেই আজ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ।
গতকাল রোববার টেস্টের প্রথম দিন শেষে চার উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা। আজ প্রথম সেশনেই তাদের রান ৩০০ ছাড়িয়েছে।