এসি রেস্তোরাঁয় খাওয়ার খরচ কমতে পারে
এবারের বাজেটে এসি রেস্তোরাঁয় মূল্য সংযোজন কর কমানো হয়েছে। ফলে বাজেট কার্যকর হলে এসি রেস্তোরাঁয় খেতে কম টাকা লাগবে।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এসি ও নন-এসি রেস্তোরাঁর ওপর মূসক হার যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশ আরোপ রয়েছে। এর পরিবর্তে উভয় ক্ষেত্রে মূসক ৫ শতাংশে নির্ধারণের প্রস্তাব করছি (তিন তারকা বা তদূর্ধ্ব মানের হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বারসহ আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)।