‘আমরা সচিবদের তৈরি করি’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে আমাদের বলছেন, আমরা সচিবদের সঙ্গে নিজেদের তুলনা দিচ্ছি। আমরা তাদের সঙ্গে তুলনা দেব কী? আমরা তাদের তৈরি করি, আমরা তাদের পড়াই।’
আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনসংলগ্ন বটতলায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন অধ্যাপক ফরিদ উদ্দিন।
এ সময় ফেডারেশনের সভাপতি আক্ষেপ করে বলেন, ‘মনে হয়, আমরা তাদের (সচিবদের) সঠিক শিক্ষা দিতে পারিনি। যে কারণে তারা এখন শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা বেতন-ভাতা বৃদ্ধি চাই না, আমরা মান-মর্যাদা চাই।’
এ সময় গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ফরিদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যে কারণে তিনি শিক্ষকদের সম্পর্কে গতকাল এ বক্তব্য দিয়েছেন। তিনি যদি আমাদের সঙ্গে পাঁচ মিনিট সময় দিতেন, তাহলে এ ধরনের বক্তব্য দিতেন না। তাঁর বক্তব্য শুনে শিক্ষকসমাজ মর্মাহত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এ অধ্যাপক আরো বলেন, ‘শিক্ষকরা সব সময় সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তাঁরা অবিলম্বে ক্লাস এবং পরীক্ষায় ফিরে যেতে চান। এ জন্য যদি প্রধানমন্ত্রী উদ্যোগ নেন, তাহলেই সমাধান করা সম্ভব। আট মাস ধরে ভিসিসহ আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি। কিন্তু কী কারণে তাঁর দরজা বন্ধ, তা খুঁজে বের করতে পারছি না।’
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান ফেডারেশন সভাপতি।
গত ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যান শিক্ষকরা।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষকরা।