খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পর্যবেক্ষণ চলছে, বিকেলে সংবাদ সম্মেলন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ চলছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার বিকেল ৩টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে থাকা মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, মাইল্ড স্ট্রোক হয়েছিল কিনা, সেটা জানার জন্য মেডিকেল বোর্ডের বৈঠকে পর্যালোচনার পর খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই চিকিৎসক আরও বলেন, ‘বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যার অনেক রিপোর্ট এখনও হাতে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পৌঁছালে বলা যাবে তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে। আপাতত অবজারভেশনে রাখা হয়েছে।’