মালয়েশিয়াকে নাচিয়ে ছাড়ল বাংলাদেশের মেয়েরা
এই কদিন আগে বাংলাদশে পুরুষ দল মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল। অথচ ঘরের মাঠে উল্টো চিত্র। ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা।
আজ বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ নারী দল। আঁখি খাতুন দুটি এবং সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকার একটি করে গোল করেন দলের জয়ে।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আঁখি লক্ষ্যভেদ করেন। ২৬ মিনিটে সাবিনার গোলে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের।
৩০ মিনিটে ব্যবধান ৩-০ করেন আঁখি। ৪৫ মিনিটে ৪-০ হয় স্বপ্নার গোলে। আর ৬৬ ও ৭৪ মিনিটে একটি করে গোল করেন মণিকা ও কৃষ্ণা।
আগামী ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।