‘বিজলি’তে সুপার হিরোইন হবেন ববি
বিদ্যুৎ চমকের মতোই চমক দিতে ‘বিজলি’ চলচ্চিত্রে কাজ শুরু করছেন নায়িকা ববি। অবশ্য এই চলচ্চিত্রে একসঙ্গে আছে দুই চমক। প্রথম চমক হলো প্রথমবারের মতো ছবিটি প্রযোজনা করছেন ববি। আর দ্বিতীয় চমক হলো এই ছবিতে ববি অভিনয় করবেন সুপার হিরোইনের ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নায়িকা ববি। ঢাকা বা বোম্বের নায়ক থাকতে পারেন তার বিপরীতে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
প্রযোজনা নিয়ে নায়িকা ববি এনটিভি অনলাইনকে বলেন, “চলচ্চিত্রে যখন কাজ শুরু করি তখন থেকেই ছবি প্রযোজনা করার ইচ্ছে ছিল। এবার দুটি ছবি প্রযোজনার জন্য গল্প তৈরি করছি। এরমধ্যে একটি ‘বিজলি’। গতকাল পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করা হয়েছে।”
ছবিটি কেমন হবে সেটার ধারণা দিতে ববি বলেন, ‘ব্যাটম্যান, কৃষ, সুপারম্যান জাতীয় অনেক ছবি আমরা দেখেছি। সেসব ছবির মতোই আমরা তৈরি করছি সুপার হিরোইন জাতীয় একটি ছবি। এটা আসলে একটি সায়েন্স ফিকশন ছবি হবে, তবে গল্পটা বাংলাদেশকে কেন্দ্র করে। ধরুন একজন মানুষ বজ্রাঘাতে বিশেষ ক্ষমতা পেয়ে যায়। যে ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। গল্প নিয়ে আর বেশি কিছু বলতে পারব না। আমরা ছয় মাস ধরেই ছবির গল্প তৈরি করছি।’
হঠাৎ এমন ধরনের ছবি কেন করছেন, এই প্রশ্নের জবাবে ববি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে দর্শকদের জন্য ভিন্ন ধারার ছবি দরকার। এখনকার চলচ্চিত্রগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে বলে দর্শকদের কাছে তা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ভালো গল্প আর ভালো মেকিং হলে দর্শক এখনো ছবি দেখতে হলে আসে। তাই ভালো গল্প আর মেকিং ভালো করে একটি ছবি আমরা নির্মাণ করতে চাচ্ছি।’
ববি জানান, চলতি মাসেই ছবির শুটিং শুরু করার ইচ্ছে আছে তাঁদের। তিনি বলেন, ‘প্রথমে আমরা ঢাকায় শুটিং করব, বাকি অংশ থাইল্যান্ডে হওয়ার কথা রয়েছে। আগামীকাল পরিচালক উফতেখার চৌধুরী বোম্বে যাচ্ছেন কিছু মিউজিকের কাজ করবেন। সেখানে কয়েকজন নায়কের সাথেও কথা বলবেন তিনি। বাংলাদেশেও কয়েকজনের সাথে কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কে থাকবেন— সেটা পরিচালক বোম্বে থেকে ফেরার পর ফাইনাল হবে।’
ইফতেখার চৌধুরীর পরিচালনায় ববি প্রথম ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর তিনি একই পরিচালকের ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘মালটা’ ছবিতে কাজ করেছেন।