রাশিয়াকে নিন্দা জানিয়ে জি-৭ নেতাদের বৈঠক শেষ
‘যতদিন প্রয়োজন, ইউক্রেনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে জার্মানিতে বিশ্বের ক্ষমতাধর জোট জি-৭ নেতাদের বৈঠক শেষ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
রাশিয়া তেল বিক্রির অর্থ ইউক্রেন আগ্রাসনে ব্যবহার করছে উল্লেখ করে রাশিয়ার তেল রপ্তানির লাগাম টেনে ধরা হবে বলেও জানিয়েছেন জি-৭ নেতারা। অপরিশোধিত তেলের দাম নির্ধারণ করার মধ্য দিয়েও রাশিয়াকে আটকানোর পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।
জার্মানিতে এই বৈঠকে জি-৭ অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আলোচনায় বসেন।
তিন দিনের বৈঠকে নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞায় সম্মত হন। এ ছাড়া কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধের ফলে যেসব দেশ খাদ্যসংকটে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এই তহবিলে জি-৭ জোটভুক্ত দেশগুলো মোট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন।