দেশে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু
দেশে করোনায় গতকাল বৃহম্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছিল। সে হিসেবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে, কমেছে শনাক্তের সংখ্যা।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। সেখানে বলা হয়—গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশে। এদের মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা এক হাজার ১২৮। এর মধ্যে মহানগরসহ ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৯৫৮ জন। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ১৭৮, রাজশাহীতে ৭৩, খুলনা ৬৮, বরিশালে ৬৪, ময়মনসিংহে ৪৬, রংপুরে ৩৬ ও সিলেটে ১৮ জন শনাক্ত হন।
দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জনের। মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন। গতকাল বৃহস্পতিবার করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৭৯০।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের চারজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ঢাকায় পাঁচজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।