স্পেনের তৃতীয় বিভাগ লিগে জিদানপুত্র
বাবা একজন কিংবদস্তি। খেলোয়াড় হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, কোচ হিসেবেও কম যাননি। বলা হচ্ছে ফরাসি সাবেক তারকা জিনেদিন জিদানে কথা। এই তারকার এক সন্তান স্পেনের লিগে খেলে থাকেন। রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলেছেন। তবে মূল দলে সুযোগ মেলেনি তাঁর। এবার স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ফুয়েনরাব্রাডায় যোগ দিয়েছেন জিদানের বড় ছেলে এনজো জিদান। গতকাল সোমবার মাদ্রিদের ক্লাবটি এই খবরটি জানিয়েছে।
এএফপির খবরে জানা যায়, ২০১৪ সালে রিয়াল ‘বি’ দলে অভিষেক হয় জিদানপুত্রের। গত মৌসুমে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ লিগ ছিলেন তিনি। ক্লাবটির হয়ে ১৫ ম্যাচ খেলেন তিনি।
২০১৭ সালে রিয়াল ছাড়ার পর বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন এনজো। এখনো নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলাভেস, সুইজারল্যান্ডের লুসানে এবং দ্বিতীয় বিভাগের পর্তুগিজ ক্লাব সিডি অ্যাভেসে খেলেছেন তিনি।
এ বিবৃতিতে স্প্যানিশ ক্লাব ফুয়েনরাব্রাডা জানায়, ‘আগামী মৌসুমের জন্য মিডফিল্ডার এনজো জিদানের সঙ্গে একটি চুক্তি হয়েছে ফুয়েনলাব্রাডার। বিনা ট্রান্সফারে এখানে এসেছেন তিনি। এক মৌসুমের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।’