জিদানের সঙ্গে যোগাযোগ করেনি বায়ার্ন!
গুঞ্জন ভাসছিল, বায়ার্ন মিউনিখের কোচ হতে চলেছেন জিনেদিন জিদান। দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কেউই এখনও জানাননি কিছু। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন অবশ্য বলছে, এমন কিছুই হয়নি। জিদানকে ভাবনায় রেখেছে জার্মান ক্লাবটি, তবে তার সঙ্গে কোনো আলোচনায় যায়নি তারা।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মৌসুম শেষে বর্তমান কোচ টমাস তুখেলের সঙ্গে চুক্তি শেষ হবে বায়ার্নের। নতুন কোচ নিয়ে ভাবছে না দলটি। তাদের প্রাথমিক তালিকাতে জিদান থাকলেও তিনি প্রথম পছন্দ নন। জিদানের আগে ব্রাইটন কোচ রবার্তো ডি জার্ভি, অস্ট্রিয়ার কোচ রাল্ফ র্যাংনিক ও স্টুটগার্টের সেবাস্তিয়ান হোয়েনেস।
অন্যদিকে সূত্র জানিয়েছে, জিদান নিজেও বায়ার্নে যেতে আগ্রহী নন। এর পেছনে বড় কারণ, ফরাসি কিংবদন্তি ইংরেজি ও জার্মান কোনোটিই ঠিকমতো বলতে পারেন না। জার্মান ভাষায় একেবারেই আনাড়ি তিনি। তা ছাড়া, জিদানের না কি ইচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া।
রিয়াল মাদ্রিদকে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো জিদান ২০২১ সাল থেকে কোচিং বিরতিতে আছেন। মাঝে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি।