ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার
নতুন মৌসুম শুরুর আগে পিএসজি তারকা নেইমারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, পিএসজি নাকি নেইমারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। কিন্তু এসবের মাঝে নেইমার জানিয়ে দিলেন নিজের ভবিষ্যতের কথা। জানালেন, প্যারিসের ক্লাবটিতেই থাকতে চান তিনি।
২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরোয় বার্সেলোনা থেকে নেইমারকে কেনে পিএসজি। এর পর থেকে প্রতি মৌসুমেই দলবদলের সময় নেইমারকে বিক্রি নিয়ে আলোচনা ওঠে।
তবে কোনো আলোচনাই শেষ পর্যন্ত সত্যি হয়নি। কিন্তু এবার নাকি সত্যিই সত্যিই নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভেবেছে পিএসজি। যেমনটা দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
এর মধ্যেই প্রাক-মৌসুম প্রস্তুতির জাপান সফরে শনিবার উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে ব্রাজিল তারকা বললেন, ‘এখনও আমি এই ক্লাবের সঙ্গেই থাকতে চাই। এখন পর্যন্ত ক্লাব আমাকে কিছু জানায়নি, তাই আমাকে নিয়ে তাদের পরিকল্পনা কী, তা আমি জানি না। আমার নতুন করে কারও কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। আমাকে শুধু নিজের ফুটবলটা খেলতে হবে এবং ফুটবল খেলে ভালো থাকতে হবে।‘
এদিনের বদলি হিসেবে শেষ ৩০ মিনিট খেলেন নেইমার। খেলার পর জানালেন আপাতত তিনি পুরো ফিট।