মস্কোয় হোস্টেলে অগ্নিকাণ্ড, ৮ বিদেশির প্রাণহানি
রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন প্রাণ হারিয়েছেন ও অপর চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার দ্য মস্কো টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।
হোস্টেলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। জানালায় লাগানো নিরাপত্তা জালির কারণে আটকেপড়া লোকজন বের হয়ে আসতে পারেনি বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, আটকে পড়ে নিহত বিদেশি নাগরিকেরা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় প্রাণ হারান।