গোপালগঞ্জে ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভ্যানের চাকার সঙ্গে পরনের ওড়না জড়িয়ে হাসিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের আজহার উদ্দিন উজ্জ্বলের স্ত্রী।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষ কুমার জানান, হাসিনা বেগম ডাক্তার দেখানোর উদ্দেশে ভ্যানে চড়ে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে মাঝিগাতী পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে তার পরনের ওড়না জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।