ইমরান খানের উপদেষ্টা শাহবাজ গিল গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উপদেষ্টা শাহবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে পিটিআই নেতারা অপহরণের অভিযোগ তুললে পাকিস্তানের পুলিশ জানায়, লোকজনকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দেওয়ার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জিও টিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদের বানিগালা থানায় আজ মঙ্গলবার এই পিটিআই নেতার বিরুদ্ধে মামলা করা হয়। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানান, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া এবং লোকজনকে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে উসকানি দেওয়ায় শাহবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি এআওয়াই নিউজের একটি টকশোতে শাহবাজ গিল পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে কথা বলেন। সরকারপন্থিদের অভিযোগ, ওই টকশোর বক্তব্যের মাধ্যমে তিনি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ সঞ্চারের চেষ্টা করেছেন।
শাহবাজ গিলের গ্রেপ্তারকে ইমরান খান গ্রেপ্তার বলতে নারাজ। একে অপহরণ হিসেবে উল্লেখ করেছেন পিটিআই চেয়ারম্যান। শাহবাজ গিলের গাড়িচালক বলেছেন, পুলিশ শাহবাজ গিলকে জোর করে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে গেছে। এ সময় তাঁকে নির্যাতনও করা হয়েছে বলে অভিযোগ গাড়িচালকের।