মোবাইল টাওয়ারে উঠে আটকা পড়ল কিশোর, ৪ ঘণ্টা পর উদ্ধার
নেত্রকোনার বড় রেলস্টেশন এলাকায় এক কিশোর মোবাইলফোনের টাওয়ারে উঠে আটকে পড়ে। এর চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। আজ বুধবারের এ ঘটনায় পৌরশহরের ওই এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে স্টেশন-সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১৪) একটি মোবাইলফোন টাওয়ারের ওপর উঠে বসে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
দীর্ঘসময় চেষ্টা করেও ওই কিশোর নিচে নেমে না আসায় শেষপর্যন্ত দুপুরের দিকে ফায়ার সার্ভিসকর্মীরা ওপরে উঠে রশিতে বেঁধে শিশুটিকে নিচে নামান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, ওই কিশোরের টাওয়ারে উঠে পড়ার খবর ছড়িয়ে পড়লে অসংখ্য উৎসুক জনতা স্টেশন এলাকায় ভিড় জমায়।
উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।