রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মৈত্রী নামে ওই বাসটির চাকা পাংচার হলে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—শিক্ষার্থী আরিফুর রহমান, শিশির চন্দ্র দাস, খাদিজাতুল মহিমা, মাহবুব আলম, আমির হোসেন ও বাসচালক মো. ইউনুস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার ওই বাসটির চাকা চলন্ত অবস্থায় পাংচার হলে রাস্তার আইল্যান্ডের ওপরে উঠে যায়। এ ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থী আমির হোসেন বলেন, ‘বাসটির চাকা পরিবর্তনের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তা পরিবর্তন করা হয়নি। আজ দুর্ঘটনা ঘটল।’
পরিবহণ ম্যানেজার মো. কামরুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের ওই গাড়ির একটা টায়ার ব্লাস্ট হয়ে আইল্যান্ডের ওপরে উঠে গিয়েছিল। এসময় আমাদের একজন ছাত্রী ও ড্রাইভার একটু আহত হয়েছেন। যদিও এর বাইরে আরও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে, আমার জানা মতে, এই দুজনই আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন, এখন মোটামুটি সুস্থ আছেন। আর বাসেরও চাকা লাগিয়ে আমরা তখনই ক্যাম্পাসে নিয়ে এসেছি।’