এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
সবার শেষে এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। দল ঘোষণা করার ডেডলাইন ৮ আগস্ট হলেও এতদিন তারা জানায়নি। অবশেষে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নিজেদের দল ঘোষণা করেছে লঙ্কানরা।
আসন্ন এশিয়া কাপে দাসুন শানাকাকে অধিনায়ক করে ২০ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের জন্য বাকিদলগুলো ১৫ ও ১৭ সদস্যের স্কোয়াড দিলেও লঙ্কানরাই সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে।
মূলত শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দল ঘোষণা করতে এত দেরি হয়। দেশটির ক্রিকেট বোর্ড দল আগে চূড়ান্ত করলেও সেটা অনুমোদন করতে ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সবকিছু মিলিয়ে ১২দিন বিলম্ব হয়ে যায়।
তাদের দেশে এই রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ হয়নি। নয়তো এবারের টুর্নামেন্টের স্বাগতিক হলো শ্রীলঙ্কা। এখন টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আর আমিরাতে। তবে সেখানেও স্বাগতিক হিসেবে থাকছে শ্রীলঙ্কার নাম।
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনেথিলেকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবিন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিতা।