নতুন ভূমিকায় রাসেল ডমিঙ্গো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টির ভাবনায় নেই রাসেল ডমিঙ্গো-এটা সবার জানা। টি-টোয়েন্টি থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এখন থেকে শুধু টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলকে দেখভাল করবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও কাজ করবেন ডমিঙ্গো।
আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের দায়িত্ব ও রাসেল ডমিঙ্গোর নতুন ভূমিকা নিয়ে বিস্তারিত জানান বিসিবিপ্রধান।
নাজমুল হাসান বলেন, 'আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি, শ্রীধরণ শ্রীরাম। শ্রীরামের সঙ্গে একটু বসা হলো আজ। রাসেল ডমিঙ্গোর সঙ্গেও বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি। এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। আপনারা সবাই জানেন, এফটিপির সূচিতে অনেক ব্যস্ততা। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। ও কী করবে, না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের মধ্যে।'
ওয়ানডে ও টেস্টের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় লিগ ও 'এ' দলের খেলোয়াড়দেরকেও দেখবেন ডমিঙ্গো। নাজমুল হাসান বলেন,' সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে সে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে সেগুলোও দেখতে চেয়েছে, যারা নাকি জাতীয় দলে নেই তাদের নিয়ে কাজ করবে।'