এশিয়া কাপ
এক নজরে ভারত-পাকিস্তান
এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ রোববার লড়াইয়ে নামছে ভারত ও পাকিস্তান। এই লড়াইয়ে কে জিতবে তা নিয়ে চলছে চরম উত্তেজনা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুই দলের পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক :
* ১৯৮৪ সালে এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত ওপাকিস্তান।
* এশিয়া কাপে এই পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আটবার ভারত এবং পাঁচবার পাকিস্তান জিতেছে, দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
* ২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে।
* গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।