গর্ভাবস্থায় পাইলস হলে করণীয় কী
অনেক নারীই পায়ুপথ বা মলাশয় বা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
প্রেগন্যান্সিতে পাইলস হলে অপারেশন লাগবে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, প্রেগন্যান্সিতে যে পাইলস হয়, সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল পাইলস। শেষের দিকে যখন পেট বড় হয়ে যায়, তখন প্রেশার পড়ে। তখন মলাশয়ের মুখে রক্তনালি যেগুলো থাকে, সেগুলো ফুলে যায়। বেশির ভাগ ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে যায়, জন্মদানের পরে জরায়ুর মতো আর কি। তো এসব ক্ষেত্রে তেমন কোনও চিকিৎসা লাগে না। রোগীকে আমরা বুঝিয়ে দিই যে সমস্যাটা একসময় আপনার সলভ হয়ে যাবে। প্রয়োজনে কিছু ওষুধ সাময়িকভাবে আমরা দিই। আর লাইফস্টাইল টুলসটা স্বাভাবিক রাখতে বলি। আঁশযুক্ত খাবার খেতে বলি। এটাতেই হয়ে যায়।
ডা. মোছা. বিলকিস ফাতেমা যুক্ত করেন, যাদের আগে থেকে পাইলস থাকে, তাদের ক্ষেত্রে আসলে বাচ্চা নেওয়ার আগে... যদি প্ল্যানড বেবি হয়, সে ক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেটার এবং প্রবলেমটা যদি গুরুতর থাকে, সে ক্ষেত্রে যদি অপারেটিভ ট্রিটমেন্ট লাগে, সেটাও বেটার যে আগে এই প্রবলেমটা সলভ করে নেওয়া। কারণ, প্রেগন্যান্সিতে এটা বেড়ে যাবে।
নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।