এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না : মির্জা ফখরুল
সরকারকে এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, এখনও সময় আছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ফখরুল।
‘অবশ্যই অর্থ পাচারের বিচার হবে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘মামলা করে হামলা করে আবারও একই কায়দায় বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় আওয়ামী লীগ। এবার কি তারা সেটা পারবে? জনগণ কি এবার তা করতে দেবে?’ পরে তিনি বলেন, ‘এই সরকারকে এক তরফা নির্বাচন করতে দেব না।’
ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘এখনও সময় আছে, জনগণণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জনগণের কাছে ক্ষমতা দিতে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায়, জনগণ আপনোদের কোনো দিনও ক্ষমা করবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে। নতুন করে কর্মসূচি দিলে আপনাদের জানাব।’
নিহত যুবদলকর্মী শাওন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সভা থেকে আমরা দাবি করছি, এই যে ছবি, এই ছবির তদন্ত করা হোক। এই যে রাইফেল দিয়ে গুলি করেছে, তার তদন্ত করে তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। যদি না দেন আমরা বসে থাকব না। বসে নেই। ভোলাতে মামলা করেছি। নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আপনারে বেআইনিভাবে আইন ভঙ্গ করে আমার ভাইদের ওপর অত্যাচার করবেন, ততবার মামলা হবে।’
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপিনেতা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, শামা ওবায়েদ, মীর সরাফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, ইশরাক হোসেন, যুবদলনেতা সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।