নারী দলের কোচ হয়ে তাচ্ছিল্য হওয়া রব্বানী এখন চ্যাম্পিয়ন
হিমালয়ের দেশে সাফের মুকুট জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। তবে মাঠে খেলোয়াড়রা লড়াই করলেও পর্দার পেছনে চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারী দলের সঙ্গে রব্বানী। অবশেষে তাঁর অধীনেই সাফের চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের মেয়েরা। অথচ নারী দলের কোচ হয়েছেন বলে অনেকের কাছেই কথা শুনেছিলেন রব্বানী। অনেকের কাছে তাচ্ছিল্য হওয়া রাব্বানীই এখন চ্যাম্পিয়ন কোচ।
চ্যাম্পিয়নের তকমা পাওয়ার দিনে রব্বানী ফিরে গেলেন পুরোনো দিনে। লোকের উপহাসের কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করে তিনি বলেছেন, ‘যখন আমি কোচিং শুরু করি তখন আমার বন্ধুরা বলতো ওই যে মহিলা কোচ যাচ্ছে। রাস্তায় যখন হেঁটে যেতাম আমাকে দেখে হাসাহাসি করতো। ঠাট্টা করতো আমাকে নিয়ে। কিন্তু আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি কোনো নিচু কাজ করছি। আমি কাজকেই পছন্দ করতাম। আজকের যে অবস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নিয়ে, সেটা অবশ্যই ভালো লাগার কথা। আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে বলব।’
শিষ্যদের ওপর বিশ্বাস রাখা কোচ বলেছেন, ‘আমি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। জানতাম নিজেদের খেলাটা খেলতে পারলে বহুদূর এগিয়ে যেতে পারবো। খেলোয়াড়দের ওপর বিশ্বাস ছিল। কেননা ওরা আমারই হাতে গড়া। সাবিনা-কৃষ্ণারা কথার প্রতিদান মাঠে দিয়েছে। আজ সে কারণেই আমরা সাফে চ্যাম্পিয়ন।’