বুমরাহর জায়গায় ভারতীয় দলে সিরাজ
চোটে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েন জসপ্রীত বুমরাহ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। অভিজ্ঞ এই পেসারের জায়গায় ভারতীয় দলে সুযোগ পেয়েছন তরুণ পেসার মোহাম্মদ সিরাজ।
অবশ্য নাম এসেছিল মেহাম্মাদ শামি ও দীপক চাহারের। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, সবাইকে টপকে সিরাজকে দলে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেতে পারেন সিরাজ। তিনি ইংল্যান্ডে কাউন্টি খেলায় ব্যস্ত ছিলেন। এখন তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত। সবাই ভেবেছিল, বুমরাহর পরিবর্তে দীপক বা শামির দলে সুযোগহ পেতে পারেন। কিন্তু নির্বাচকরা সিরাজকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শামি ও চাহারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’
বুমরাহর পরিবর্তে সিরাজকে নেওয়া হয় অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর আগের সাফল্য। সেখানে ২০২০-২১ সালের সফরে অভিষেক হয়েছিল সিরাজের। তিনটি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন।
সেবার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নিয়েছিলেন সিরাজ। ঐতিহাসিক সেই টেস্ট জিতে নিয়েছিল ভারত।