রাশিয়ার আদলে ফায়ার সার্ভিস একাডেমি হচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
রাশিয়ার আদলে মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের জন্য একাডেমি হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, ‘এটা হয়ে গেলে ফায়ার সার্ভিসের দক্ষতা আরও বাড়বে।’
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর-৯ সাগুপ্তা মোড় এলাকার স্বপ্ননগর আবাসিক এলাকায় আয়োজিত ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধির মহড়া’ অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের জন্য একাডেমি হচ্ছে। এটা হয়ে গেলে ফায়ার সার্ভিসের দক্ষতা আরও বাড়বে। আমরা রাশিয়ার আদলে এই একাডেমি করতে চাইছি। আমদের একটা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রয়োজন। প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী ঢাকার তেজগাঁওয়ে ১০০ কাঠার প্লট দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে এর নির্মাণ কাজ শুরু করেছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তার কাজে জার্মানি ও ইংল্যান্ড থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরও ১১টি লেডার আনা হচ্ছে। ঢাকায় দুটি ও চট্টগ্রাম বিভাগে তিনটি রেখে বাকি প্রতি বিভাগে একটি করে লেডার দেওয়া হবে।’
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে মহড়া শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটে ১২২ বছরের মধ্যে ভয়াবহ বন্যা হয়ে গেল। এই বন্যায় একটি লোকও মারা যায়নি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে সজাগ থেকে নেতৃত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন পর্যাপ্ত টাকা, চাল, শুকনো খাবার সরবরাহের জন্য। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন সব বোট নিয়ে সেখানে যেতে। কোস্ট গার্ড, নৌপুলিশ, বিজিবি, পুলিশ, নৌবাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসকেও নির্দেশ দেন।’
এনামুর রহমান বলেন, ‘পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে ৭২ জন প্রাণ হারিয়েছেন। সেখানে ফায়ার সার্ভিস আজও কাজ করছে। সেখানে পরিশ্রম করে, পানিতে ভিজে, রোদে পুড়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’