দুর্নীতি মানুষকে দুর্ভোগে ফেলছে : ফখরুল
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা বিদ্যুৎ খাতসহ সরকারের উন্নয়ন পরিকল্পনার সার্বিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেছেন, তথাকথিত উন্নয়নের নামে সরকারের দুর্নীতির কারণে মানুষকে দুর্ভোগকে ফেলা হচ্ছে।
আজ বুধবার দুপুরে আসাদ গেটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির মহাসচিব।
ফখরুল বলেন, ‘গতকালকের ব্যাপারটা (লোডশেডিং) হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে সারা দেশে বেশিরভাগ এলাকায় ছিল না। প্রায় আট ঘণ্টা এই অবস্থা চলে। এর থেকে বোঝা যায়, সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সা বানিয়েছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে—এ ধরনের একটা বড় রকমের দুর্যোগের মধ্যে, বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এতে করে সমস্যা হয়েছে-নেট বন্ধ হয়ে গিয়েছে, বিদ্যুতের মাধ্যমে যেসকল কলকারখানা চলে, তা বন্ধ হয়ে গিয়েছে। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যার আগে যে কৃষিখেতে সেচের ব্যবস্থা করা হয়, তা বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে অসহনীয় পরিস্থিতি জাতি অনুভব করেছে।’