লোডশেডিংয়ে সরকারের আসল চেহারা বেরিয়ে আসছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির কারণে নজীরবিহীন লোডশেডিংয়ে সরকারের আসল চেহারা বের হয়ে আসছে।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশন নয়, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নতুন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে এমনটা উল্লেখ করে রিজভী বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করে সরকার তাদের নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে। এক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে।’
রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন আর মামলা দিয়ে, নির্যাতন করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে আওয়ামী লীগ সরকার। প্রতিহিংসামূলক মামলাকে বিরোধী দল দমনে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায় বেশি নির্যাতিত হয়। আওয়ামী লীগ নিজেরা অন্যায় করে বিরোধী দলের ওপর দায় চাপায়।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট ডাকাতির পথে নেমেছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে রিজভী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে।’
বিএনপির চলমান কর্মসূচির কথা জানিয়ে রিজভী বলেন, ‘আন্দোলনে এরমধ্যে পাঁচ জনের প্রাণ গিয়েছে। এরপরও কর্মসূচি অব্যাহত রাখা হবে। ধারাবাহিকভাবে কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে।’