ইউক্রেনে নতুন করে রুশ হামলার পর জি-৭ নেতাদের বৈঠক
ইউক্রেনে নতুন করে রুশ হামলার পর আজ জি-সেভেন নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি জরুরি বৈঠক সেরেছেন। বৈঠকে জি-৭ নেতারা সাম্প্রতিক হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে বলেছেন, ‘ইউক্রেনের অসহায় সাধারণ মানুষের ওপর রাশিয়ার নির্বিচার হামলা যুদ্ধাপরাধের নামান্তর।’ নেতৃবৃন্দ এ বিষয়ে ইউক্রেনকে যতদিন প্রয়োজন, সহায়তার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি জি-৭ নেতাদের প্রতি জরুরিভাবে অস্ত্রের যোগান দেওয়ার আহ্বান জানান বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তাদের জরুরি সহায়তা কামনা করেন।
গত দুদিন ধরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক হারে আকাশ পথে হামলা চালাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা দিয়েছে পানি সঙ্কট, ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। আজ হামলার শিকার হয় পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহর, যেখানে রাশিয়ানদের লক্ষবস্তু ছিল জ্বালানি স্থাপনাগুলো। এ ছাড়া হামলা চালানো হয়, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া ও মধ্য-পূর্বাঞ্চলীয় দানিপ্রপেত্রভস্ক শহরে।
এদিকে, ইউক্রেন জুড়ে দেশটির অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার উপদেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিমান হামলার সাইরেনকে গুরুত্ব দিতে বলা হয়েছে দেশটির নাগরিকদের।
রাশিয়ার অব্যাহত হামলার মুখে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার প্রধান স্যার জেরেমি ফ্লেমিং জানিয়েছেন, দেশটি ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে এমন কোনো লক্ষণ তারা দেখতে পাননি।