রাশিয়ার শহরে ইউক্রেনের গোলা
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের সেনারা গোলা নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। বৃহস্পতিবার তিনি বলেছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোদে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আলজাজিরার।
ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রাম পোস্টে অ্যাপার্টমেন্টের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে একটি ভবনের আংশিক ধসে পড়া অংশের পাশে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। যদিও তিনি বলেছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনীয় সীমান্ত থেকে বেলগোরোদ প্রায় ৪০ কিলোমিটার দূরে। আলজাজিরা তার প্রতিবেদনে বলেছে, গ্ল্যাডকভের দেওয়া তথ্য স্বাধীনভাবে তারা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা এ বিষয়ে তাদের দায় অস্বীকার করে বলেছেন, রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাগুলির চেষ্টা করেছিল, ‘কিন্তু, কিছু ভুল হয়েছে।’