গাজীপুরে ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ
গাজীপুরের কাপাসিয়ায় ভুল চিকিৎসায় আলমগীর হোসেন (৩২) নামের এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত আলমগীর হোসেন কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখাঁ নামাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে স্থানীয় আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের সময় এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই জাকির হোসেন জানান, দুবাইফেরত আলমগীর হোসেন শুক্রবার সকালে টনসিল অস্ত্রোপাচারের জন্য কাপাসিয়ার আমরাইদ পপুলার ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। বেলা ১১ টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘ সময়েও অস্ত্রোপাচার শেষ না হওয়ায় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চায়। এ সময় স্বজনরা জানতে পারে, কর্তব্যরত চিকিৎসক শ্বাসনালী কেটে ফেলায় রোগির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। চেষ্টার পরও রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় আলমগীরের মৃত্যু হয়।
হাসপাতালের মালিক আবুল হোসেন বলেন, ‘ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিষয়ের ডাক্তার এটিএম ফয়সাল এ অস্ত্রোপাচার করেন। ঘটনার পর তাঁর মোবাইল বন্ধ রয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ‘এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. শারফুদ্দিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুরে নিহতের বাড়ি গিয়ে বিক্ষোভরত এলাকাবাসীর কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’