‘সঞ্জিতের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হবে’
কিছুটা ব্যতিক্রমী তাঁর বোলিং অ্যাকশন। বলা যেতে পারে আর দশজন বোলারের মতো নয়। তাই যুব বিশ্বকাপের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের কাছে। এই তরুণ অফ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে এখন চলবে পরীক্ষা-নিরীক্ষা। অবশ্য বাংলাদেশ কোচ মিজানুর রহমানের বিশ্বাস তাঁর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হবে।
বৃহস্পতিবার কক্সবাজারে সংবাদ মাধ্যমকে মিজানুর রহমান বলেন, ‘হ্যা, এটা ঠিক তার বোলিং অ্যাকশন কিছুটা ব্যতিক্রমী। প্রথম কেউ দেখলে তাঁর কাছে কিছুটা সন্দেহজনক মনে হতেই পারে। কিন্তু আমি মনে করি না অবৈধ অ্যাকশন। পরীক্ষায় তা ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে। তা ছাড়া বল করার সময় তার কনুই ১৫ ডিগ্রির সীমা ছাড়ায় না।’
তাই তরুণ স্পিনারকে দেশের ভবিষ্যতের সম্পদ বলেও মনে করেন তিনি, ‘তার বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। এই ব্যতিক্রমী অ্যাকশন শেষ পর্যন্ত যদি বৈধ প্রমাণিত হয়, তাহলে সে ভবিষ্যতে দেশের একটা সম্পদ হবে।’
রোববার চলমান যুব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। তার আগেই ঠিক হয়ে যাবে সঞ্জিতের ভাগ্য। এর মধ্যেই আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেল তাঁর বোলিং অ্যাকশন বিশ্লেষণ করে দেখবে।