সঞ্জিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক
যুব বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা হয়েছিল দারুণ। বুধবার উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসরটি শুরু করে তারা। কিন্তু পরের দিনই তরুণ অফ স্পিনার সঞ্জিত শাহার সন্দেহজনক বোলিং অ্যাকশনের খবর স্বাগতিকদের জন্য একটা বড় দুঃসংবাদ বয়ে এনেছে। আম্পায়াররা প্রথম ম্যাচে সঞ্জিতের করা বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার আইসিসির ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়। তা ছাড়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছেও জমা দিয়েছেন আইসিসির অফিশিয়ালরা।
এখন সঞ্জিতকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আইসিসির কোনো স্বীকৃত ল্যাবে। অবশ্য এর ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
বাংলাদেশ কোচ মিজানুর রহমান জানিয়েছেন, ‘আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেল সঞ্জিতের বোলিং অ্যাকশন বিশ্লেষণ করে দেখবেন। এর পরই জানা যাবে তার অ্যাকশন বৈধ কি না। আশা করছি তিন-চারদিনের মধ্যেই এ ব্যপারে একটা সিদ্ধান্ত জানতে পারব আমরা।’
বুধবার প্রথম ম্যাচে এই তরুণ অফ স্পিনার অবশ্য খুব একটা সাফল্য পাননি। আট ওভার বল করে ৩০ রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পাননি তিনি।