ট্রেনের ইঞ্জিন বিকল
ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের সালনায় ঢাকা থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
দাদন মিয়া জানান, আজ শুক্রবার সকাল ৯টার দিকে এই ট্রেনটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা বিকল হয়ে যায়। গাজীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
এএসআই আরো জানান, উদ্ধারকারী দলটি ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামতের পর আবারো রাজধানীর সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।