ইঞ্জিন ঠিক করার পর এবার চাকা লাইনচ্যুত
প্রথমে ইঞ্জিন বিকল হয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ট্রেনটি। উদ্ধারকারী দল গিয়ে ইঞ্জিন সারিয়ে চালু করে সেটি। চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যে এবার পেছনের বগির চাকা লাইনচ্যুত হয় ট্রেনটির। ফলে আবারো শতাধিক যাত্রী নিয়ে উদ্ধারের অপেক্ষায় বসে আছে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
দাদন মিয়া জানান, আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একতা এক্সেপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে গাজীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামত করার পর সকাল ১০টার কিছু সময় পরে চলতে শুরু করে ট্রেনটি। নগরীর রেলক্রসিং এলাকায় পৌঁছালে এবার সেটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এবার ঢাকার সঙ্গে রাজশাহীসহ ময়মনসিংহেরও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।