সিত্রাংয়ের তাণ্ডবে মহাসড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দেশের বিভিন্ন মহাসড়কে ভেঙে পড়ে গাছ। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে তা সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ পরে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি গাছ পড়লে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সোমবার রাত সাড়ে ১২টা থেকে যানবাহন স্বাভাবিক হয়ে আসে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ঝড়ের সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৯৯৯–এ সংবাদ আসে। বলা হয়, উপজেলার দড়িকান্দি বাসস্টেশনের কাছে দুটি গাছ উপড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পড়ে আছে। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
নারায়ণগঞ্জ সোনারগাঁ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আজিজুল হাকিম গণমাধ্যমকে বলেন, ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশের সম্মিলত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে গাছ দুটি মহাসড়ক থেকে সরানো হয়। তখন থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা নাটমুড়ায় গাছ ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে তা অপসারণ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, ফরিদপুরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে সেখানের যান চলাচল স্বাভাববিক করা হয়েছে। সোমবার দিনগত রাত ২টা থেকে সীমিত পর্যায়ে ওই দুই পথেই বাস চলাচল শুরু হয়।