সিত্রাংয়ের আঘাতে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত : দুর্যোগ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
এনামুর রহমান বলেন, আমরা এ ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্ততি নিয়েছিলাম। প্রায় দশ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি। তারা সবাই আজ নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।’
ঘূর্ণিঝড়ে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে সরকার।