‘কোহলি রাতের অন্ধকারেও ব্যাট করতে পারবে’
ওয়ানডে সিরিজে ভারত জিততে পারেনি। তবে প্রথম দুটো টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ‘টিম ইন্ডিয়া’। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বিধ্বস্ত করার পেছনে বিরাট কোহলির বিরাট অবদান। সুনীল গাভাস্কার তো ভারতের সেরা ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ। টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনারের ধারণা, কোহলির পক্ষে এখন রাতে, বিনা আলোতেও ব্যাট করা সম্ভব!
টি-টোয়েন্টি সিরিজে এখনো কোহলিকে আউট করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৯০ রানের পর দ্বিতীয় ম্যাচে ভারতের টেস্ট অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৯ রানে। ৩৭ আর ২৭ রানে দুটো ম্যাচই জিতে নিয়ে সিরিজ জয়ের উল্লাসে মেতে উঠেছে ধোনির দল।
এই সিরিজে কোহলির ব্যাটিং দেখে গাভাস্কার রীতিমতো বিস্মিত। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির সঙ্গে কথা বলার সময় এই ব্যাটিং-কিংবদন্তির কণ্ঠ থেকে বিস্ময়ের পাশাপাশি ঝরে পড়েছে মুগ্ধতাও, ‘সে (কোহলি) ভবিষ্যৎ খেলোয়াড়দের সামনে অনেক উঁচু মানদণ্ড রেখে যাচ্ছে। সে এখন দুর্দান্ত ফর্মে আছে। এমন ফর্ম যা শুধু খেলোয়াড়রা স্বপ্নেই দেখে থাকা। এমনকি সে মধ্যরাতে আলো ছাড়াই ভালো ব্যাট করতে পারবে। অস্ট্রেলীয়রা তো তাকে আউটই করতে পারছে না। ওর ভুলের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’
রোববার সিডনিতে সিরিজের শেষ ম্যাচেও জিতলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে দেবে ভারত। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার ভালোই সুযোগ আছে অতিথিদের সামনে। দুই ম্যাচের একটিতেও ব্যাট করার সুযোগ না পাওয়া যুবরাজ সিংকে আগেই নামানোর পক্ষে অনেকে।
তবে গাভাস্কার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে রাজি নন, ‘আমি চাই ভারত ৩-০-তে সিরিজ জিতুক। তাই কোহলির তিন নম্বরেই ব্যাট করা উচিত। যুবরাজ তো এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট করার সুযোগ পাবে। ভারতকে সব ম্যাচেই জেতার সুযোগ দেওয়া উচিত।’