পিরোজপুরের ১২টি রুটে বাস চলাচল বন্ধ, চলছে না লঞ্চ
মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে পিরোজপুরে বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীনসহ ১২ রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না লঞ্চও।
এ প্রসঙ্গে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, ‘বরিশালে বিএনপির গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’ যদিও আওয়ামী লীগ নেতারা তা স্বীকার করেননি।
আলমগীর হোসেন আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে গত মধ্য রাতেই ট্রলারে করে রওয়ানা হয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, গণসমাবেশকে কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সবধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে লঞ্চ ঘাট ও বাস টার্মিনালে।