হুমকি-ধমকিতে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না : মির্জা ফখরুল
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর হুমকি-ধমকি দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে। এরপরও জনগণ জেগে উঠেছে।
আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
‘প্রধানমন্ত্রীর উক্তি থেকে প্রমাণিত হয়েছে, তারা কতটা প্রতিহিংসা পরায়ণ’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাড়াবাড়ি আমরা করছি না, বাড়াবাড়ি করছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে মানুষের যে সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ, সেখানে হামলা চালাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ জেগে উঠেছে, যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘জনগণের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।’
‘বিএনপি তার সিদ্ধান্তে অটল ও অবিচল’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব, যে কোনো মূল্যে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকার শুধু বিএনপি নয়, গণ-জমায়েতে মানুষ দেখলেই ভয় পায়। কারণ, জনগণ এবার জেগে উঠেছে। তারা কোনো কিছুতে পিছপা হবে না।’
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও একইসঙ্গে মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আছে—এ কারণে কোনো সংঘর্ষ বা সহিংসতার আশঙ্কা করছেন কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘সবার সমাবেশ কর্মসূচি পালন করা সাংবিধানিক অধিকার। আমরা বিশ্বাস করি, প্রত্যেকেই তাদের কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে কোনো প্রকার ব্যতিক্রম ঘটলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’
এ সময় বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক আহত হওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।স