বিশ্বকাপে আমরাই সেরা দল, পর্তুগালকে নিয়ে রোনালদো
নিজের ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু হবে তাঁর দল পর্তুগালের। মূল লড়াই শুরুর আগে আজ সোমবার সংবাদমাধ্যমের সামনে এসে চমকে দিলেন সিআরসেভেন। কথা বললেন, নিজ দলের সম্ভাবনা নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে নিজ দলকেই সেরা হিসেবে উল্লেখ করলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
এবারের বিশ্বকাপে এইচ গ্রুপে খেলবে পর্তুগাল। যেখানে তাদের তিন প্রতিপক্ষ হলো—ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। এর মধ্যে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রোনালদোর দল।
তার আগে আজ সংবাদমাধ্যমে রোনালদো বলেছেন, ‘আমি সেরে উঠেছি এবং ভালো অনুশীলন চলছে। সম্ভাব্য সেরাভাবে বিশ্বকাপ শুরুর জন্য অপেক্ষায় আছি। আমি মনে করি, পর্তুগালে অনেক প্রতিভা রয়েছে। নিশ্চিতভাবেই আমরা জিততে পারি। তবে আমাদের পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। তাই ঘানাকে নিয়ে ভাবছি। সেখানে মাঠে নেমে জয় নিয়ে ফিরতে হবে। টুর্নামেন্ট শেষে আমরা দেখতে পাব কারা সেরা দল। আমি বিশ্বাস করি, এই বিশ্বকাপে আমরাই সেরা দল। তবে সেটি মাঠে দেখাতে হবে।’
বিশ্বকাপ খেলতে কাতার যাওয়ার আগে নিজের ক্লাব ও কোচ টেন হাগ নিয়ে বোমা ফাটান রোনালদো। সেসব নিয়েও আজ কথা বলেন। টকটিভিতে পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে তাঁর ভাষ্য, ‘আসলে আমার জীবনে, আমার টাইমিং সবসময়ই সেরা। অন্যরা কে কী ভাববে, তা নিয়ে আমি চিন্তা করি না। আমি যখন চাই, তখন কথা বলি। খেলোয়াড়রা অনেক বছর ধরে আমাকে ভালোভাবে চেনে। তারা জানে আমি কী ধরনের মানুষ।’