মাঠে নেমেই লিওনেল মেসির নতুন রেকর্ড
কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড বইয়ে নাম লেখালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে আজ মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি গড়েছেন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি।
এই রেকর্ডে মেসির আগে নাম লেখান মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার আন্তোনিও কারবাহাল, সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার ম্যাথাউস। এবার সেই তালিকায় যোগ হলো মেসির নাম।
শুধু তাই নয় সৌদি আরবের বিপক্ষে আরেকটি রেকর্ডেও নাম লেখান মেসি। এদিন সফল স্পট কিক থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন পিএসজি তারকা। তাতেই হয়ে যায় আরেকটি রেকর্ড। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন মেসি। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ সালের বিশ্বকাপে গোল করেছিলেন মেসি। গোল পাননি শুধু ২০১০ বিশ্বকাপে। মেসির পর সর্বোচ্চ তিনটি বিশ্বকাপে গোল করেন দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছেন ম্যারাডোনা। আর ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।