শান্তর পর রেকর্ড গড়লেন মিরাজও
বিশ্ব ক্রিকেটে ক্রমাগত নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডের পাশেও লেখা হলো বাংলাদেশের ক্রিকেটারের নাম। নামিবিয়ার বিপক্ষে দুটি উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি ২০০৮ সাল থেকে ছিল পাকিস্তানের ইমাদ ওয়াসিমের দখলে। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৭৩টি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। নামিবিয়ার দুটি উইকেট তুলে নিয়ে মিরাজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪। নামিবিয়ার বিপক্ষে ৭.৫ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে এ দুটি উইকেট নিয়েছেন মিরাজ।
বল হাতে দারুণ নৈপুণ্যের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেন মিরাজ। ৫৩তম ম্যাচ খেলার সময় ৭৪টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও তিনি করেছেন ১,১৩৭ রান। সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় বাংলাদেশের অধিনায়কের নাম আছে ১২তম অবস্থানে।
সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকার প্রথম ১০ জনের মধ্যে মিরাজ ছাড়াও আছেন আরো তিন বাংলাদেশি ক্রিকেটার। চতুর্থ স্থানে আছেন মাহমুদুল হাসান। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি অফস্পিনার। অষ্টম ও নবম স্থানে আছেন সোহরাওয়ার্দী শুভ (৫৫) ও সালেহ আহমেদ শাওন (৫৪)। ১৮ বছর বয়সী শাওনের সামনে সুযোগ আছে নিজেকে আরো ওপরে নিয়ে যাওয়ার। নামিবিয়ার বিপক্ষে চলমান ম্যাচেও দুটি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।