ঢাবির হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে লিমন কুমার রায় নামের এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে এ ঘটনা ঘটে।
ভবন থেকে পড়ার পর আহত লিমন কুমারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ১১টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত লিমন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৪০২১ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জে।
এ ব্যাপারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহাকে একাধিকবার মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ১১টার দিকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ এখন মর্গে আছে।’