সন্ধ্যায় মুখোমুখি জার্মানি-জাপান, রাতে লড়বে বেলজিয়াম-কানাডা
কাতার বিশ্বকাপে অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। টানা ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনার সুবাতাসে অস্বস্তি দিয়ে জয় তুলে নিয়েছে তারা। এরকম অঘটন ঘটতে পারে আরও। সেজন্য ভক্তদের চোখ থাকবে প্রতিটি ম্যাচে।
আজ বুধবার কাতার বিশ্বকাপে ৮ দল মাঠে নামবে। প্রথম ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৪টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়, তৃতীয়টি রাত ১০টায় ও চতুর্থ ম্যাচটি রাত ১টায়।
বিকেল ৪টায় মরক্কো-ক্রোয়েশিয়া
দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মরক্কো ও ক্রোয়েশিয়া। ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়ার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ফর্মে থাকা মরক্কো। আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে মরক্কো-ক্রোয়েশিয়া। এর আগে প্রথম দেখায় ১৯৯৬ সালে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া।
সন্ধ্যা ৭টায় জার্মানি-জাপান
এশিয়া বনাম ইউরোপের এই ম্যাচটিতে চোখ থাকবে সাধারণ বাঙালি ভক্তদেরও। খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানির ক্ষুরধার নেই আগের মতো। ২০১৮ সালে টেবিলের তলানিতে থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের। তবুও নতুন করে জ্বলে উঠতে চাইবেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এদিকে জাপান প্রস্তুত রয়েছে বিগত বিশ্বকাপগুলোর ব্যর্থতা ভুলে নতুন কিছুর অপেক্ষায়। জাপানের বিপক্ষে এখন পর্যন্ত আনবিটেন রয়েছে জার্মানি।
রাত ১০টায় স্পেন-কোস্টারিকা
কাতারের আল থুমামা স্টেডিয়ামে রাত ১০টায় মুখোমুখি হবে স্পেন-কোস্টারিকা। এই ম্যাচে কোস্টারিকার থেকে অনেক এগিয়ে থাকবে স্পেন। আনুষ্ঠানিক খেলায় এখনও স্পেনকে পরাজিত করতে পারেনি কোস্টারিকা।
রাত ১টায় বেলজিয়াম-কানাডা
বুধবার দিনগত রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে বেলজিয়াম-কানাডা। এর আগে একবার মুখোমুখি ম্যাচ জয় পেয়েছিল বেলজিয়াম। ফুটবল অঙ্গনে সাম্প্রতিক পারফম্যান্স অনুযায়ী দুদলই কিছুটা পিছিয়ে রয়েছে। তবে বিশ্বমঞ্চে আগে-পিছনে বলে কোনো কথা নেই। মাঠের খেলাই বলে দিবে কারা হবে সেরা, আর কারা থাকবে এগিয়ে।