শহীদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট
জেলা জজ ও জেলার আইনজীবী সমিতির কাছে মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট। রেজিস্ট্রার জেনারেলের কাছে এ তালিকা পাঠানোর নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
চিঠিতে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ইমেইল অথবা ডাকে তালিকা পাঠাতে বলা হয়েছে। গত ২০ নভেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপ-কমিটির এক সভায় শহীদ আইনজীবীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
সে সিদ্ধান্তের আলোকেই দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির নেতৃত্বের কাছে তালিকা চেয়ে এ চিঠি পাঠানো হয়।