ওয়েলসের বিপক্ষে নাটকীয় জয়ে টিকে থাকল ইরান
ম্যাচের শুরু থেকে চলছিল নীরস ফুটবল। কে জানত ওয়েলস-ইরানের মধ্যকার এই নীরস ম্যাচটি জমে উঠবে নাটকীয়তায়? ওয়েলস গোলরক্ষকের লাল কার্ড এবং শেষ দুই মিনিটে ইরানের ২-০ গোলের জয় ম্যাচে ফিরিয়েছে উত্তেজনা। শেষের নাটকীয়তায় শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ইরান।
আজ বিকাল ৪টায় কাতারের আল রায়ান শহরের আহমদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইরান। শুরু থেকেই তড়িৎ ফুটবল খেলে দু’দল। এক দলের ডি-বক্স থেকে আরেক দলের ডি-বক্সে বল ছুটেছে বাতাসের গতিতে। মনে হচ্ছিল, ম্যাচটা এখনই শেষ করতে চায় ওয়েলস আর ইরান।
কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপের আজকের ম্যাচটি ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলের হারে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় ইরান। আজকের জয় না হলে দলটির বিদায় নিশ্চিত হয়ে যেত। তবে এত তাড়াতাড়ি হার মানতে রাজি নন এহসান হাজ্জাফি, হোসেইন হোসেইনির দল।
১৫ মিনিটে সরদার আজমৌনের কাছ থেকে বল নিয়ে ইরানের স্ট্রাইকার আলি ঘোলিজাদে গোল করে দলকে লিড এনে দেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এর পরে কিছু দুর্বল আক্রমণ-প্রতিআক্রমণের মধ্য দিয়ে খেলা চলে। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতি শেষে কিছুটা ধীর গতিতে এগিয়েছে দু’দল। ৮৩ মিনিটে ওয়েলস একটি গোলের সুযোগ মিস করে। কিছুক্ষণ পরেই পাল্টা আক্রমণে ইরানের ফরোয়ার্ড মেহেদী তারেমি বল নিয়ে চলে যায় ওয়েলস প্রান্তে। সামনে বাধা বলতে ছিলেন শুধু ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনসি। গোল ছেড়ে হেনসি উঠে আসেন প্রায় মধ্যমাঠে। বল রেখে মেহেদী তারেমিকে ফেলে দেন মাটিতে। তাতে হেনসি প্রথমে হলুদ কার্ড পান এবং টিভি রিপ্লে শেষে লাল কার্ড দেখান রেফারি।
এ সময় থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঝিমিয়ে পড়া ইরান। ৯৮ মিনিটে পেয়ে যায় প্রথম গোলের দেখা। বদলি হিসেবে নামা রুজবেহ চেশমি গোলটি করেন। দুই মিনিট পরে পাল্টা আক্রমণ করে লিড বাড়ায় ইরান। এবার গোল করেন ডিফেন্ডার রামিন রেজাইয়ান। গোলটিতে সহায়তা করেন মেহেদী তারেমি। ২ গোল খেয়ে ভেঙে পড়ে ওয়েলস দলের মনোবল। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।