টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা
কী অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা! নক আউট পর্বে যাওয়ার আগে অলিখিত নক আউটে মাঠে নেমেছে লিওনেল মেসির দল। জিততেই হবে, বিকল্প নেই। হারলে পত্রপাঠ বিদায়৷ বিশ্বকাপ যাত্রার সলিল সমাধি ঘটবে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের ম্যাচটি তাই শুধু ম্যাচে সীমাবদ্ধ নেই। যুদ্ধের দামামা বাজিয়ে শুরু হলো লড়াই।
মরুর দেশ কাতারে প্রথম ম্যাচের পর হাহাকার। সৌদি আরবে কাটা পড়লো আর্জেন্টিনা। অফসাইডে তিন তিনটি গোল বাতিল হয় সেদিন, ভাঙে আর্জেন্টিনার মনোবল। আকাশী-নীল শিবিরে নীল বেদনা ছড়িয়ে পড়ে। পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে মেসিরা। দুই ম্যাচে দুই গোল মেসির নামের পাশে।
ম্যাচের ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এর একটি বৈশিষ্ট্য হলো, এটি বানানো হয়েছে ৯৭৪ টি কন্টেইনার দিয়ে। বিশ্বকাপ শেষে যেগুলো সরিয়ে নেওয়া হবে অন্যত্র। আলবিসেলেস্তে ভক্তদের হৃদয়ও এখন বিক্ষিপ্ত হয়ে আছে। মেসি, ডি মারিয়াদের একটি জয়ে ছিন্নভিন্ন হৃদয় জোড়া লাগবে।
প্রতিপক্ষ পোল্যান্ড। গ্রুপ 'সি'-র শীর্ষস্থান তাদের দখলে। ইউরোপিয়ান দল মানে গতির সঙ্গে আক্রমণের মিশেল। সেখানে নেতৃত্বের ভার রবার্ট লেভান্দোভস্কির পায়ে। মেসির সঙ্গে তার দ্বৈরথ লড়াইয়ের ভেতর আরেক লড়াইয়ের আবহ সঙ্গীত বাজাচ্ছে। এক চুলও ছাড় দিতে নারাজ পোল্যান্ড। কেননা শীর্ষে থাকলেও নিশ্চিত হয়নি নক আউট।
ইউরোপিয়ান পাওয়ার ফুটবল বনাম লাতিন সৌন্দর্যের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটি জানতে রেফারি শুরুর বাঁশি বাজিয়ে দিয়েছেন। এবার উপভোগ করার পালা।