অভিযোগ থেকে নেপাল অধিনায়কের মুক্তি
নেপাল অধিনায়ক রাজু রিজালের বিপক্ষে অভিযোগটি উঠেছিল গতকাল মঙ্গলবার। এবারের যুব বিশ্বকাপে শুধু বয়স চুরি করেই খেলছেন না, নামও নাকি বদলেছেন তিনি। এই অভিযোগটি নিয়ে খোদ আইসিসিও নড়েচড়ে বসে। বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত করে দেখেছে, আসলে এই অভিযোগটি সত্য নয়।
আজ বুধবার আইসিসির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু রিজালের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, সেখানে অসঙ্গতিপূর্ণ কিছু পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার নেপালের অধিনায়কের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগটি তুলেছিলেন ভারতীয় ক্রিকেটার কুস্তব পাওয়ার। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই ক্রিকেটার দাবি করেন, তাঁরা নাকি একসঙ্গে খেলেছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেটে। সে তথ্য অনুযায়ী, নেপালের অধিনায়ক রাজুর বর্তমান বয়স হওয়ার কথা ২৪ বা ২৫ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুস্তব পাওয়ার লিখেছেন, ‘আমরা মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছি। আর এখন সে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। অথচ সে সময় আমরা যাঁরা একসঙ্গে খেলেছিলাম, তাঁদের সবারই বয়স ২৪ বা ২৫ বছর। মুম্বাইয়ে আমরা তাঁকে চিনতাম রাজু শর্মা নামে। অথচ নেপালে তাঁর নাম রাজু রিজাল।’