আপনার জিজ্ঞাসা
মোহরানা বাকি রেখে বিয়ে করা কি উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে রাজবাড়ি থেকে আলিফ শেখ জানতে চেয়েছেন, মোহরানা বাকি রেখে বিয়ে করা কি উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মোহরানা বাকি রেখে বিয়ে করা কি উচিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বিবাহের মোহরানা বাকি রেখে বিয়ে করা জায়েজ আছে। আপনি বাকি রাখতে পারবেন কিন্তু সেটা পরে অবশ্যই পূরণ করে দেবেন। আমাদের সমাজে দেখা যায়, বাকি রাখা হয় ফাঁকির জন্য। মোহরানা বাকি রাখে ঠিকই কিন্তু পরে আর সেটার খবর থাকে না। এর জন্য নানা ঝামেলা তৈরি হয়। অনেক সময় এর জন্য সংসারের শান্তি নষ্ট হয়। তাই উত্তম হলো আগেই পরিশোধ করা। বিয়ের মোহরানা বাকি রাখা জায়েজ তবে অবশ্যই বাকি রাখলে তা পূরণ করতে হবে। বাকি রাখলে নির্দিষ্ট করে দেওয়া উচিত যে কখন পরিশোধ করা হবে। তাহলে কোনো সমস্যা নেই।