নেপালকে শক্তিশালী দল মনে করছেন না বাংলাদেশ কোচ
এবারের আসরের চামকজগানো দলগুলোর মধ্যে নেপালের নাম থাকবে সবার আগে। তারা শুধু যে কোয়ার্টার ফাইনালে উঠেছে তা কিন্তু নয়, সব ক্ষেত্রেই তাদের ক্রিকেটাররা বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন।
যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেই নেপালকেও শক্তিশালী দল মনে করছেন না বাংলাদেশ কোচ মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নেপালের ম্যাচটি আমি কিছুটা দেখেছি। কিন্তু সেখানে তাদের তেমন শক্তিশালী দল মনে হয়নি। তারা কিছুটা পাওয়ার ক্রিকেট খেলে, কিন্তু তা আমাদের জন্য মোটেও হুমকি হতে পারবে না।’
এর আগে ২০০২ যুব বিশ্বকাপে নেপালের কাছে বাংলাদেশ হেরেছিল। অবশ্য সেই পুরোনো স্মৃতি মনে করতে চান না মিজানুর রহমান, ‘একে তো আমরা পুরোনো কথা মনে করতে চাই না। তা ছাড়া ছোটদের ক্রিকেটে পরিসংখ্যান খুব একটা বিবেচ্য বিষয় হয় না। এখানে যেদিন যে দল ভালো খেলবে দিনশেষে জয়টা তাদের পক্ষেই যাবে।’
কোয়ার্টার ফাইনালে নিজ দলের কম্বিনেশন সম্পর্কে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘মূলত ম্যাচের আগেই আমাদের একাদশ নির্বাচন করা হয়ে থাকে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তবে দলে খুব বেশি পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না।’