আপনার জিজ্ঞাসা
ঈমামের পেছনে দাঁড়িয়ে ফাতিহা পড়া কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৫১তম পর্বে ই-মেইলের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জানতে চেয়েছেন, ঈমামের পেছনেও ফাতিহা না পড়লে সালাত হবে না—কথাটি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈমামের পেছনে ফাতিহা না পড়লে সালাত হবে না—কথাটি কি ঠিক?
উত্তর : ঈমামের পেছনে দাঁড়িয়ে সুরা ফাতিহা না পড়লে সালাত হবে না—কথটা একদম সঠিক। সুরা ফাতিহা হলো সালাতের রুকুন। রাসুল (সা.) হাদিসে বলেছেন, যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ল না তার সালাত হবে না। সুতরাং ঈমামের পেছনে হোক আর একা হোক সুরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। এটিই সঠিক বক্তব্য। যা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আলেমদের যত কথাই থাকুক না কেন রাসুল (সা.) এর বক্তব্যটাই অবশ্যই আগে। তিনি স্পস্ট করে দিয়েছেন বিষয়টি। তাই সুরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক।